1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ত্রিবার্ষীক সম্মেলন সম্পন্ন

সঞ্জয় বড়ুয়া
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সঞ্জয় বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  ২৯ ডিসেম্বর চট্টগ্রাম কাতালগঞ্জস্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক পরিচালিত নবপন্ডিত বিহারে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, বাঙালি জাতির ইতিহাসের সাথে বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস নিবিড়ভাবে সর্ম্পক যুক্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ প্রতিটি সংগ্রামের বৌদ্ধদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য বক্তারা আরো বলেন, বাঙালির সূর্য সন্তান দার্শনিক অতীশ দীপংকর শ্রীজ্ঞান, সংঘরাজ সারমেধ মহাথের, মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের, পন্ডিত জ্যোতিপাল মহাথেরদের মতো মহামানবরা ছিল বাঙালি তথা বৌদ্ধ জাতির আলোর বাতিঘর। তাদেরই উত্তরাধিকার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের সংগঠনের আদর্শের প্রতিক। দিনব্যাপী সম্মেলনে সংঘের তিন শাখা সংগঠন চট্টগ্রাম অঞ্চল, যুব শাখা ও মহিলা শাখার নতুন কমিটি গঠিত হয়।

এতে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া ও শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া। কৃষ্টি প্রচার সংঘ যুব’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিল্পোদ্যক্তা ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়া রিপন ও রোটারিয়ান ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী। বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ মহিলা’র (কেন্দ্রীয় কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন লায়ন কেমি বড়ুয়া মুক্তা ও অধ্যাপিকা নেভী বড়ুয়া।

দিনব্যাপী অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। তিনপর্বে বিভক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে- প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, যুবনেতা পুস্পেন বড়ুয়া কাজল ও অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া। স্বাগত ভাষণ দেন- অঞ্চল কুমার তালুকদার, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, মিসেস চম্পাকলি বড়ুয়া। সম্মেলনে শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, রোটারিয়ান ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী, অধ্যাপিকা নেভী বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্দ্ধতন সহ সভাপতি রাজগুরু অভায়নন্দ মহাথের, মহাসচিব ডিআইজি (অবঃ) পি. আর বড়ুয়া।

সম্মেলনে বক্তব্য রাখেন  সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া, লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতা  দেবপ্রিয় বড়ুয়া, প্রফেসর ড. সুমন বড়ুয়া, প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, শিক্ষক অনুপম বড়ুয়া, বিনয়ভূষণ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, ব্যাংকার প্রিতিশ রঞ্জন বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, স্বদেশকুসুম চৌধুরী, রবীন্দ্র লাল বড়ুয়া, শ্যামল বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, সুমেধ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, সিজার বড়ুয়া, শ্যামল চৌধুরী, শুভাশিষ বড়ুয়া সিন্টু,  সুমন বড়ুয়া আবু, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, সৌমেন বড়ুয়া ডিম্পল, ত্রিদীপ বড়ুয়া টিপু, মীরা মুৎসুদ্দী, পূর্ণিমা বড়ুয়া, দোলনচাঁপা বড়ুয়া, শেলী বড়ুয়া চৌধুরী, অধ্যক্ষ প্রনতি বড়ুয়া, অধ্যাপিকা রতœা বড়ুয়া, সঞ্চিতা তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি