1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন নূরুন নাহার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বুধবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দিন বলেন, নূরুন নাহারকে ডেপুটি গভর্নর করাসংক্রান্ত প্রজ্ঞাপন আজই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নূরুন নাহার বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে রয়েছেন।

জানা গেছে, চলতি বছরের ১ জুলাই ডেপুটি গভর্নর আহমেদ জামালের মেয়াদ পূর্ণ হবে। ওই পদটিতে নূরুন নাহারকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দেন।

নূরুন নাহারের জন্ম কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি