বাংলাদেশ এখন রাজনৈতিক স্থিতিশীলতার উদাহরণ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি বলেন, অশান্ত বিশ্বে বাংলাদেশ শান্তির পথে চলছে। জঙ্গি-সন্ত্রাস দমনে শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছেন।
বুধবার (২ মার্চ) এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও লালমনিরহাট।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল, এ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। দেশের মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, জাতীয় স্লোগান। জাতীয় এ স্লোগানকে ধারণ করে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। জয় বাংলা স্লোগানকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।