চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ছবি, ব্র্যান্ড ও সই ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করায় বাংললিংক কমিউনিকেশন্সকে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান।
একই সঙ্গে বাংলালিংকের এসব বিজ্ঞাপন যমুনা ব্যাংকের এটিএম বুথেও ব্যবহার করা হচ্ছে।
এ জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় নোটিশে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (২৪ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিডটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল হাদী।
আইনজীবী জানান, বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন্স লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি সাকিব আল হাসানের একটি চুক্তি হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তারা সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, সই সম্বলিত ছবি ব্যবহার করছে বাংলালিংক। যমুনা ব্যাংকের এটিএম বুথে যৌথভাবেও সাকিব আল হাসানের ছবি ব্যবহার করায় এ নোটিশ দেওয়া হয়।