1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

আনোয়ার হোসেন অপু, স্টাফ রিপোটার, নাটোরঃ নাটোরের বাগাতিপাড়া জামনগর ইউনিয়নের জামনগর বাজারে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

জামনগর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জামনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাগাতিপাড়া থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোশারফ হোসেন ।
এ সময় তিনি বলেন, ফ্যাসিস্টট খুনি হাসিনার শাসনামলে ভোটবিহীন মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে , এমপি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে । ৫ অক্টোবর হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যান , তখন হাসিনা বলেছেন গুডবাই বাংলাদেশ , শেখ রেহেনা বলেছেন গুডবাই আওয়ামী ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন মাদক এবং অস্ত্র বিষয় কোন আপোষ হবে না ।

সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু , জামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন ও ছাত্র নেতা তারিক আজিজ সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি