আনোয়ার হোসেন অপু, স্টাফ রিপোটার নাটোর: “সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় রেলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সমবয় দিবস পালিত হয়েছে।
সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলির আয়োজন করা হয় । র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমবায় দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই সমবায় দিবস পালিত হয় ।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বড়াল সভা কক্ষে উপজেলা সমবায় অফিসার জামান ইবনে ফয়জুল কবির এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল ।
তিনি বলেন, সমবায় হল সবাই মিলে সব কাজ ভালোভাবে করা । কার কি পরিচয় এটা বিষয় না, আমরা সবাই বাংলাদেশের জনগন। স্বাধীন বাংলাদেশের পতাকার সাথে সাথে এই প্রথম সমবায়ের পতাকা উত্তোলন করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সুরাইয়া মমতাজ । উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান , বাগাতিপাড়া মডেল থানা প্রতিনিধ ওসি তদন্ত নজরুল ইসলাম ও বিভিন্ন সমবায় থেকে আগত সদস্যবৃন্দ ।
আলোচনা সভা শেষে ১৫ জন সমবায়ীর মাঝে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।