1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায়   ২৮ অক্টোবর  লগি  বৈঠায়  মানুষ হত্যার  প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

আনোয়ার হোসেন অপু, স্টাফ রিপোটার নাটোর: নাটোরের বাগাতিপাায় বাংলাদেশ জামাতে ইসলামী   উপজেলা শাখার আয়োজনে  ২০০৬ সালের ২৮ অক্টোবর  আওয়ামী লীগের  লগি বৈঠার  তান্ডব, পল্টন হত্যার প্রতিবাদ   ও  বিচারের দাবিতে   বিক্ষোভ  মিছিল  ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে ।

মিছিলটি বাগাতি পাড়া রেলগেট থেকে শুরু হয়ে   উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় সেখানে   এসে শেষ হয়  । বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’ র সাবেক আমির , নাটোর জেলা  জামাত ইসলামের দপ্তর সম্পাদক  মুস্তাফিজুর রহমান ।

সময় তিনি বলেন, যে বর্বরতার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের  সূচনা হয়েছিল, যারা এই ঘটনা ঘটিয়েছিল , তাদের বিচারের দাবিতে  এই বিক্ষোভ  মিছিল সমাবেশ । ২০০৬ সালের ২৮ অক্টোবর  বাইতুল মোকাররম-এর উত্তর গেটে   ভারতের ইন্ধন ও পরিকল্পনায়  জামাতের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে  ইসলামী আন্দোলনকে মুছে ফেলার চেষ্টা করেছিল । তিনি বলেন আওয়ামী লীগ কোন মানুষের দল নয় , আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবে এই আশা নিয়ে  বিভিন্ন জায়গায়  কথা বলতো না ।

সভায় আরো বক্তব্য রাখ , বাংলাদেশ জামায়াতে ইসলামী  উপজেলা শাখার সম্মানিত  আমির  মোঃ আফজাল হোসেন ও  নায়েব  আমির  আনোয়ার হোসেন  মুজাহিদ ও  ছাত্রশিবিরের  নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি