1. admin@jatioarthonitee.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

বাগাতিপাড়া উপজেলায় এস এম মানিক চেয়ারম্যান, কাজী আমানুর ভাইস চেয়ারম্যান ও মিতা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪

শরিফুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ.এস.এম জাহাঙ্গীর হোসেন মানিক। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত তিনজন ও স্বতন্ত্র একজনের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, পরে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাইমেনা শারমীন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে মোটরসাইকেল প্রতীকে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ.এস.এম জাহাঙ্গীর হোসেন মানিক। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আসলাম উদ্দিন শালিক প্রতীকে ১৩ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।

সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে ১৪ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী আমানুর রহমান, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সেলিম রেজা টিউবওয়েল প্রতীকে ১৩ হাজার ৮৮২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৮ হাজার ৫৭৩ ভোট পেয়ে মিতা বেগম শিবলী নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খোদিজা বেগম শাপলা ফুটবল প্রতীকে ১৭ হাজার ১৩০ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি