জেমস অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেধে দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের পেস আক্রমণ সামলাচ্ছিলেন ক্রিস ব্রড। কিন্তু ব্রিসবেনে কি না দুজনের কাউকেই রাখেনি তারা। লম্বা সিরিজের জন্য তাদের ‘প্রস্তুত’ রাখতেই নাকি বিশ্রামের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তবে নিজের বাদ পড়ার সিদ্ধান্তে রীতিমতো হতাশ ক্রিস ব্রড। ভারতের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর চলতি বছর আর মাঠে নামেননি তিনি। তবে এর আগে এক বছর এই অ্যাশেজের জন্য নাকি নিজেকে উজাড় করে দিয়েছিলেন ব্রড। জায়গা হারিয়ে তাই ক্ষুব্ধ তিনি।
ব্রড কী বলেছেন
গত ১২ মাস ধরে আমি ও অ্যান্ডারসন চেষ্টা করেছি ফিট থাকার এবং অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্টেই খেলার জন্য তৈরি থাকতে। আমার মনে হয় সেটা পেরেছি। কিন্তু ইংল্যান্ডের দল নির্বাচনের ক্ষমতা খেলোয়াড়দের হাতে নেই। এটা তাদের হাতে-যারা কন্ডিশন ও ভারসম্যের দিকে তাকিয়ে দল তৈরি করে।
আমার মনে হচ্ছে পাঁচ পেসারের বোলিং অ্যাটাক ছাড়া সুযোগ পাবো না। আমি বেশ কয়েকবারই বাদ পড়েছি এবং কিছু সময় সেটা চমক হয়ে এসেছে। এবারেরটাতে চমক কিছুটা কম ছিল, হয়তো আগের সিরিজে ইনজুরির কারণে দলে না থাকায়।
আমার মনে হয় এই পরিস্থিতিতিকে অরুচিকর বলা ঠিক হবে না। অন্যদিকে আমি অ্যাশেজ ক্রিকেটকে ভালোবাসি, গ্যাবায় বল করতেও। আমি হয়তো ইতিবাচক ভূমিকা রাখতে পারতাম। অবশ্যই আমি হতাশ খেলতে না পারায় কিন্তু এটাও অনুধাবন করেছেন সিরিজটা একটা ম্যারাথন কোনো স্প্রিন্ট না।