স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে সপ্তাহখানেক আগে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক নারী। এবার তিনি পুলিশের কাছে একটি ‘হত্যাচেষ্টা’র অভিযোগ দায়ের করেছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। হামিজা মুখতার নামের ওই নারীর দাবি, কয়েকজন সশস্ত্র বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে লাহোরে কাহ্না পুলিশ স্টেশনের কাছে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে নিরাপত্তা চেয়ে তিনি বলেছেন, ‘আমার জীবন সংকটাপন্ন। কয়েকদিন ধরে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।’ এই অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। গত সপ্তাহে বাবরের বিরুদ্ধে হামিজা এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তিনি বাবরের প্রতিবেশী এবং স্কুলের পুরোনো বন্ধু। তাকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেছেন। বাবর তাকে ১০ বছর ধরে ব্যবহার করেছেন এবং বিয়ের আশ্বাস দিয়ে গেছেন। একসময় অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি এবং এরপর থেকে বাবর তাকে হুমকি দিতে থাকে।
নিম্ন আদালতে একটি পিটিশনও দাখিল করেন মুখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এ ব্যাপারে সহায়তা চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার কথা জানালেন তিনি, ‘আমি যখন এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি অভিযোগ দায়ের করতে বললাম, তখন তারা বললো এটা ব্যক্তিগত ব্যাপার।’