বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) ফাউন্ডেশন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারি ২০২৪, দুপুরে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে (৫৫ পুরানা পল্টন লেন, ভিআইপি রোড, শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বারভিডা প্রেসিডেন্ট ও বারভিডা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ নি¤œআয়ের ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বারভিডার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ‘বারভিডা ফাউন্ডেশন’ থেকে অন্যান্য বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এসোসিয়েশনের সেক্রেটারি জেনালে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জনাব কাউছার হামিদ, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট,আশরাফুল হক টিটু, সেঞ্চুরি অটো স্বত্বাধিকারী জনাব মাহবুবুল হক রিপন, আদিব ট্রেডিং স্বত্বাধিকারী জনাব এনামুল হক ইমন, জনাব জিয়াউল ইসলাম জিয়া, জনাব আবু হোসেন ভূইয়া রানু, জনাব মোঃ নাজমুল আলম চৌধুরী, জনাব মোঃ লাবু মিয়া হাজী রুবেল, জনাব পুনম শারমিন ঝিলমিল ছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ এনামুল হক কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন। উল্লেখ্য যে, বারভিডা দীর্ঘ প্রায় ৪ দশক ধরে দেশে জাপানের মানসম্মত এবং পরিবেশ-বান্ধব গাড়ি আমদানির মাধ্যমে দেশের পরিবহন খাতে অবদান রেখে চলেছে। দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে বারভিডা প্রায় ২০ হাজার কোটি টাকার স্থানীয় বিনিয়োগ এবং বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও বারভিডা ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, ওয়ার্কশপ এবং গাড়িচালকদের কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সাথে যুক্ত।