ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের টাকাহারা গ্রামের স্কুল শিক্ষক ফায়েজ উদ্দিনের বাসায় চুরি করার সময় জনতার নিকট সুমন ওরফে সোহাগ রহমান (২৫) ও মোমিনুর রহমান অরফে মমিন (৩৫) নামের ২ চোরকে ধৃত করেছে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ধনতলা টাকাহারা গ্রামে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের টাকাহারা গ্রামের বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে ও সিন্দুরপিন্ডি সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উদ্দীনের বাসার লোকজনের অনুপস্থিতিতে একটি চোরচক্র প্রাচীর টবকে লোহার রড দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সুকেসে রক্ষিত স্বর্ণালঙ্কার নগদ টাকা চোরচক্র চুরি করে বের হয় এমন সময় গৃহকর্তা স্কুল শিক্ষক ফরেজ উদ্দীন বাসায় এসে গেটের তালা খুলে ভিতরে প্রবেশ কালে তাকে দেখতে পেয়ে দূর্বিত্ত চোর লোহার রড দিয়ে শিক্ষক ফায়েজ উদ্দিনের মাথায় স্বজোরে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় শিক্ষক চোর চক্রের হোতা সুমন ওরফে সোহাগ রহমানকে হাতে নাতে আটক করে চিৎকার দেয়। তার চিৎকারে আশে পার্শ্বের লোকজন ঘটনাস্বলে এসে তাকে আটক করে ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জমা করে থানা পুলিশকে ঘটনা জানায়। সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় জনতা এতে বাঁধা সৃষ্টি করে। পরে আরো দুই দফায় থানা পুলিশ ধনতলা ইউনিয়ন পরিষদে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত চোর হলো রুহিয়া থানার কর্ণফুলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
একই এলাকার চোরচক্রের অপর এক হোতা মোমিনুল ইসলাম মোমিন বিষয়টি নিয়ে মির্থা কথা বার্তা বলে সাফায় শুরু করলে তাকে সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
আটককৃত হলো রুহিয়া থানার কুজিশহর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, শিক্ষকের বাসায় চুরি সংঘটিত ঘটনায় স্থানীয় জনতা দুই জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।