1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

বায়োপিকের প্রস্তাব পেয়েও যে কারণে রাজি হননি বিদ্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

রায়োপিকে অভিনয়ের জন্য এখনও পর্যন্ত অনেক প্রস্তাব পেয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু দু’একটি ছাড়া অধিকাংশ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কেন ফিরিয়ে দিয়েছেন, সে কথাই এতদিনে জানালেন অভিনেত্রী।

বায়োপিক হলেই যে দারুণ কিছু হবে, তা ভাবার কোনও কারণ নেই- এমনই বিশ্বাস বিদ্যা বালানের। অভিনেত্রীর দাবি, তিনি এখনও পর্যন্ত প্রচুর বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কিন্তু দু’একটি ছাড়া রাজি হননি।

বিদ্যার যুক্তি, প্রতিটি বায়োপিক মানেই যে, তা অনুপ্রেনমূলক হবে কিংবা টানটান ড্রাম্যাটিক হবে- তা ভাবার কোনও অবকাশ নেই। সিনেম্যাটিক বিষয়াদি সব বায়োপিকে ঠিকঠাক পরিমাণে থাকে না। এখানেই না থেমে তিনি আরও জানান, প্রায় বেশিভাগ বায়োপিকের গল্প বলার ধরণটা কমবেশি একইরকম। যে কারণে, পর্দায় সেসব দেখতে দেখতে দর্শকও যে ক্লান্ত হয়ে পড়বে, সে ব্যাপারেও তিনি নিশ্চিত।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা জানান, অনেক সময় কোনও ব্যক্তির গল্প পড়তে বা শুনতে বেশ ভালো লাগলেও বায়োপিক হিসেবে পর্দায় তুলে ধরার মতো রসদ তাতে অনুপস্থিত থাকে। ক্রমাগত নানান বায়োপিক তৈরি হলেও সব কিন্তু দর্শক গ্রহণ করবে না। যেসব সিনেমার মধ্যে একটু অন্যরকম ব্যাপার রয়েছে, একমাত্র সেসব ছাড়া বাকি সব বায়োপিককে ছুড়ে ফেলে দেবে দর্শক।

বিদ্যার ভাষ্য, শুধুমাত্র দারুণ অনুপ্রেরণামূলক গল্প কিংবা চিত্রনাট্যই একটি বক্স অফিসে সফল বায়োপিকের রেসিপি হতে পারে না। একইসঙ্গে সেই সিনেমা কীভাবে পেশ করা হচ্ছে দর্শকের সামনে, সেই ব্যাপারটাও দারুণ গুরুত্বপূর্ণ!

উল্লেখ্য, নিজের অভিনয়ের ক্যারিয়ারে এখনও পর্যন্ত দুটি বায়োপিক ‘দ্য ডার্টি পিকচার’ এবং ‘শকুন্তলা দেবী’তে মুখ্য ভূমিকায় দেখা গেছে বিদ্যাকে। সবশেষ এই অভিনেত্রীকে পর্দায় দেখা গেছে, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর ‘শেরনি’ সিনেমা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি