সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টনে ঢল নেমেছে নেতাকর্মীদের। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় মহাসমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই হাজারো নেতাকর্মী আসতে শুরু করেছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। শুক্রবার রাতেও অনেকে নয়াপল্টন এলাকায় জড়ো হন। সমাবেশে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মহাসমাবেশে উপস্থিত দলের কর্মী বলেন, সমাবেশ উপলক্ষে আমরা শতাধিক নেতাকর্মী আগেই ঢাকায় পৌঁছেছি। এখন সরাসরি সমাবেশে চলে এসেছি।
বিএনপি আরেক কর্মী বলেন, পথে পথে তল্লাশি এবং হয়রানি করা হয়েছে। তবু শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা সমাবেশে এসেছি। আমাদের দাবি একটাই, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই।
শেষ খবর পাওয়া পর্যন্ত নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত এবং ফকিরাপুল থেকে আরামবাগ পর্যন্ত সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এর আগে, শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।
শনিবার দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে শুরু হবে বিএনপির মহাসমাবেশ। অন্যদিকে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দুপুর ২টায়। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।
এ ছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে। কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে এলডিপি, মালিবাগ মোড়ে বিকেল ৩টায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করবে ১২ দলীয় জোট।