বিএনপি একুশের চেতনা ধারণ করে না। বিএনপি চেয়ারপারসন বাংলায় ফেল করেছিলেন। সেই দলের নেতাকর্মীরা এখন একুশের চেতনা নিয়ে কথা বলেন। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি যাদের নিয়ে রাজনীতি করেন তারা আরবি হরফে বাংলা চালু করতে চেয়েছিলেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতাকর্মীরা, বিএনপি নেতা কর্মীদের ফুল দেয়ায় কোনো বাধা দেয়া হয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও মাতৃভাষা বিরোধীদের নিয়ে ফুল দিতে গিয়ে নানা অভিযোগ করছে বিএনপি।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী দুই বছরের বেশি শাস্তির কারণে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। শর্ত অনুসারে খালেদা জিয়া বাসায় থাকতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন কিন্তু রাজনীতি করতে পারবেন না বলেও জানান তিনি।