বিএনপি নেতারা অন্ধকার দেখছে, তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, চার-পাঁচদিন ধরে দেখছি বিএনপির সুর নরম। তাদের দম ফুরিয়ে এসেছে। তাদের নেতারা চোখে মুখে অন্ধকার দেখছে। শুকিয়ে গেছে চোখ-মুখ।
তিনি বলেন, গত পাঁচ বছরে একটা দলের (বিএনপি) পাঁচজন মানুষকেও কানাডা আশ্রয় দেয়নি। কারণ তাদের দল সন্ত্রাসী দল। তাদের এই দল বৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্ব রাজনীতিতে যারা গণতন্ত্র আর মানবাধিকারের মাতবর, তাদের নিজেদের দেশে গণতন্ত্র আর মানবাধিকার কেমন আছে? তাদের দেশে (যুক্তরাষ্ট্র) মানবাধিকারের পতাকা ভূলুণ্ঠিত কেন? তারা কেন ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না?
ওবায়দুল কাদের বলেন, চলতি বছর পৃথিবীর ২২ দেশে নির্বাচন হবে। অথচ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র আর জাতিসংঘ ঘুরে ঘুরে সবাই শুধু বাংলাদেশে আসে। আমরা কি বিপদে আছি? ঘুরে ফিরে সবাই এখানে কেন আসে।
তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু আমাদের ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে দেশের জনগণ।