1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিএনপি সমাবেশের নামে চাঁদাবাজির টাকা যাচ্ছে তারেকের কাছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিভাগীয় সমাবেশ করতে বিএনপির নেতা-কর্মীরা জোর করে চাঁদা আদায় করেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দাবি করেছেন, সেই টাকার ভাগ যাচ্ছে লন্ডনে তারেক রহমানের কাছে।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দাবি করেছেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়া হয়নি, তারা নির্বিঘ্নে জমায়েত হয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং নানা ঘটনার প্রতিবাদে গত বুধবার চট্টগ্রাম এবং শনিবার ময়মনসিংহে সমাবেশ করেছে বিএনপি। এভাবে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে দলটি। আগামী ১০ ডিসেম্বর ঢাকাতেও সমাবেশ করতে চায় তারা।
ময়মনসিংহের সমাবেশের আগে জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির অভিযোগ, সমাবেশে যেন নেতা-কর্মীরা যোগ দিতে না পারেন, সে জন্য সরকার এটি বন্ধ করে দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সমাবেশের নামে চাঁদার প্রকল্প নিয়েছে। চাঁদাবাজি করে যে টাকা তোলা হচ্ছে তার অর্ধেক লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠানো হচ্ছে।’
সমাবেশের আগে যানবাহনে তল্লাশির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি আগে সহিংসতা চালিয়েছে। তাই তারা কোনো সমাবেশ ডাকলে পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে। তল্লাশি করতে হচ্ছে।
‘আপনারা জানেন বিএনপি হচ্ছে পেট্রলবোমা বাহিনী, বিএনপি হচ্ছে যারা মানুষের সম্পত্তিতে আগুন দেয়, গাড়ি ভাঙচুর করেছে। চট্টগ্রামের সমাবেশেও সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছিল। এ জন্য পুলিশ সন্ত্রাসী কার্যক্রম এড়াতে রুটিন ওয়ার্ক অনুযায়ী তল্লাশি করেছে।’
বিএনপির শাসনামালে আওয়ামী লীগের সমাবেশের আগে গণগ্রেপ্তার, হামলা, যানবাহন বন্ধ করে দেয়াসহ নানা বিষয় স্মরণ করান তথ্যমন্ত্রী। বলেন, ‘বিএনপির আমলে সারা দেশে আওয়ামী লীগের সভা-সমাবেশে বিভিন্ন সময় হামলা হয়েছে। বিএনপি এখন যে সমাবেশ করছে সেখানে কোথাও কি এ ধরনের ঘটনা ঘটেছে? কোথাও ঘটেনি।
‘বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের অফিসের দুই পাশে কাঁটাতারের বেড়া থাকত। সে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে কেউ যেতে পারত না। এখন কি সে ধরনের ঘটনা আছে?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি