মুস্তাকিম নিবিড়ঃ
আজ ২৮ শে অক্টোবর শনিবার বেলা চারটায় বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশে সংবাদ সংগ্রহে দায়িত্বরত অবস্থায় বিক্ষোভকারীদের নির্মম আঘাতে আহত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আইপি টেলিভিশন জে,এ টিভির সিনিয়র সাংবাদিক রবিন তাজ, সিনিয়র ক্যামেরাম্যান খোকা আমিন, এবং ক্যামেরাপার্সন রুবিনা শেখ, অফিস সহকারী আমিনুল ইসলাম। আহতরা জানায় বিক্ষোভকারীরা যখন একটি পুলিশ সদস্যের উপর চড়াও হয়, তখন তারা সেই ফুটেজ সংগ্রহ করার জন্য সামনে গেলে বিক্ষোভকারীরা তাদের বেধড়ক লাঠিপেটা করে। এবং পুলিশের কাছে সাহায্য চেয়েও পর্যাপ্ত সাহায্য পাওয়া যায়নি এমনকি বিক্ষোভকারীদের কাছ থেকে পুলিশ সদস্যরাও রেহায় পায়নি।
আহত চার জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে নিজ নিজ বাসায় প্রেরণ করেন জে,এ টিভির চেয়ারম্যান কিবরিয়া চৌধুরী। বর্তমানে টেলিভিশনটির সিনিয়র রিপোর্টার রবিন তাজ ও সিনিয়র ক্যামেরাম্যান খোকা আমিন আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন।
জেএ টিভির চার সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তাৎক্ষনিক নিন্দা জ্ঞাপন করেন জে,এ টিভির চেয়ারম্যান, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এমজি কিবরিয়া চৌধুরী এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার চীফ রিপোর্টার ও ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়।