মজিবুর রহমান সুজন,জেলা ষ্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশ ২০শে মার্চ ২০২৫খ্রি.রোজ বৃহস্পতিবার রাত ৯:৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মাহবুব আলম সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের মোহাব্বতপুর সাকিনস্থ জনৈক চেরাগ আলীল বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আটক আসামী- (১)মোঃ পারভেজ মোশারফ (২৪), পিতা-মৃত হানিফ মিয়া ,মাতা-দুধ মালা ,সাং- সহদেবপুর (গাঙ্গের পাড়) ওয়ার্ড নং-০৩, ইউপি-১০নং পাহাড়পুর, (২) কেশব হাজারী (৩২), পিতা-স্বপন হাজারী ,মাতা-অনিমা হাজারী, সাং- মির্জাপুর পূর্ব পাড়া (হাজারী বাড়ি), ওয়ার্ড নং-১, ইউপি-৩নং ইছাপুরা. উভয় থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়ের দখল ও হেফাজত হইতে মাদকদ্রব্য ১২০ বোতল ফেন্সিডিল ও ০১ (একটি) সিএনজি আটক করে।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে বলেন,বিজয়নগর থানার ,এফআইআর নং-৩৩, তারিখ- ২১ মার্চ, ২০২৫; জি আর নং-১১২, তারিখ- ২১ মার্চ, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয় । বিভিন্ন আইনশৃঙ্খলা বিরোধী ও মাদক বিরোধী বিভিন্ন টিমের বিভিন্ন অভিযান পরিচালনা করছে। থানা এলাকা আমাদের অভিযান অব্যাহত আছে । আসামি কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছ।