মজিবুর রহমান সুজন,স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার সময় বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন নিউজপোর্টালে কর্মরত সাংবাদিকসহ স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজের মানুষ অংশ নেন।
এতে বক্তারা বলেন, “পুলিশের পরকীয়া বাধা দেওয়ায় সাংবাদিক জেলে” শিরোনামে সংবাদ প্রকাশের কারণে দৈনিক যুগান্তর প্রতিনিধি, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ ৬ জন সাংবাদিক সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে।
তারা অবিলম্বে এ মামলা থেকে ৬ সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।