বিড়ালের নাম -টমেন বয়স এখন ১ বছর ৮মাস ,টমেনের খাবারের তালিকায় রয়েছে -রান্নাকরা মাছ ও মাংস এবং দুধ ,বাসী কোন খাবার পর্শ করে না। ঘুমায় খাটের উপর শুয়ে থাকে , খেতে না দিলে খাবার জন্য ডাকা ডাকি শুরু করে, কিন্তু কোন খাবারে মুখ দিয়ে নষ্ট করে না সে বাহিরে ঘুরতে বের হয় এবং পেটে খুদা লাগলে বাসায় চলে আসে সে অনেক নম্র এ ভদ্র বিনয়ী ও মায়া বতি । আমি এই বিড়াল টিকে তার মায়ের পেট থেকে জন্মের পর থেকে আদর করে পুসিতেছি। বিড়াল এর জন্ম কাহিনী হল নবী নুহ আঃ সময় মানুষ আল্লাহ প্রত বিশ্বাস স্থাপন ও ঈমান আনে না এবং ইউনুছ নবী কে আল্লাহর নবী বলে স্বীকার করে না। তখন আল্লাহ ইউনুছ নবী কে আদেশ দেন যে একটি অনেক বড়ো করে নৌকা তৈরি করতে এবং আরও বললেন যে আল্লাহ (আমার)তরফ থেকে একটি বিশাল আকারের জল উচ্ছ্বাস প্রবাহিত হব ও পাহাড় পর্বত আরোহণ করার চেষ্টা করে কোন লাভ হবে না। সবকিছু পানির নিচে তলিয়ে যাবে।এব আপনার অনুসারী যারা তাদেরকে আপনার নুহ আঃ এর নৌকায় আশ্রয় দিবেন, এবং কোন পশু পাখি জীব জানোয়ার সহ আপনার তৈরিকৃত নৌকায় আশ্রয় দিবেন। যারা আপনার প্রতি আমার (আল্লাহ) বিশ্বাস ও ঈমান আনিবেনা তারা কোন ভাবেই রক্ষা পাবে না।যার আপনার (নূহ নবীর নৌকায় আশ্রয় আরোহন করবেন তাঁরাই শুধু রক্ষা পাবেন।নূহ নবী আল্লাহর আদেশ পাওয়া মাত্রই এক বিশাল আকারের নৌকা তৈরি করলেন এবং এর সময় দীর্ঘায়িত হয়েছে অনেক দিন। এবং নূহ নবীর নৌকা তৈরি করা হয়ে গেলে ) তখন কার সময়ে নূহ নবীর নৌকায় পশু, পাখি জীব জানোয়ার সহ মানুষ নারী পুরুষ নির্বিশেষে সবাই কে নৌকায় উঠতে আদেশ দেন এবং সবাই মিলেমিশে নৌকায় উঠলো কিন্তু নূহ নবীর নিজের ছেলে সহ বেঈমানি মানুষ গুলো পিছু হটে যায় নৌকায় আশ্রয় আরোহন করেন না। এর মধ্যেই এমনভাবে মহা বন্যার আবির্ভাব ঘটেছিল যে পানি আর পানি ছাড়া চোখের সামনে গাছ পালা তরু লতা কিছুই চোখে পড়ে না। এমন সয়ম ইঁদুর ঐ নৌকায় খাদ্য সহ নৌকার তলায় অবস্থিত ইঁদুর নৌকা কেটে ছিদ্রের চেস্টা করে এমনি সময়ে নূহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করেন , আল্লাহ পাক নূহ নবী কে আদেশ দিলেন যে তুমি তোমার নৌকায় আশ্রয় নেওয়া দুই টি সিংহ আছে সেখানে গিয়ে সিংহের দুই চোঁখের দিকে তাকাও দেখবে যে দুই চোঁখের মধ্যে থেকে দুই টি বিড়াল বেরিয়ে আসবে (এবং এখান থেকে বিড়াল এর জন্ম হবে) এখান থেকে বিড়াল এর জন্ম, এবং তখনই বিড়াল দুই টি ইঁদুর খেয়ে ফেলে ও মাত্র দুই টি ইঁদুর আছে এমন অবস্থায় আল্লাহর আদেশ এসে যায় বিড়াল দুটি কে আটকে রাখার জন্য অবশিষ্ট দুটো ইঁদুর খেয়ে ফেললে ইঁদুরের বংশ বিস্তার ধংস হয়ে যাবে নুহ নবী বিড়াল দুটি কে আটকে রেখে আদর করে খেতে দিলেন দুধ ভাত খাওয়ার পর নুহ নবী আঃ এর আদর পেয়ে বিড়াল হয়ে যায় আদর প্রিয় তখন থেকেই বিড়াল আদরের আরাম প্রিয় এটাই বিড়ালের জম্ম কাহিনী।তাই বিড়াল কে আমাদের নবী করীম রাসুলের আনুগত্য সাহাবাদের একজন বিড়াল কে লালন পালন করে এবং সেই সাহাবার নাম বিড়াল। বিড়াল কে মা আয়েশা সিদ্দিকা রাঃ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল কে আদর করতেন। একটি কথা না বললেই নয় বিড়াল ও কুকুর কে খেতে দিলে তাদের অন্তর আপ্তার শান্তি পায় তবে আপনার জীব আপ্তার শান্তি আল্লাহ পাক নিজেই দিবেন ইনশাআল্লাহ আমিন ধ্বনিতে মুখরিত হোক আনন্দময় সুন্দর জীবন।