বিদ্যুৎ হলো, উন্নয়ন ও সভ্যতার প্রধান শক্তি। বিদ্যুৎ নেই সকল প্রযুক্তি সহ কর্ম বন্ধ। এমনকি মোবাইল বন্ধ। সকল উৎপাদনের প্রান শক্তি এই বিদ্যুৎ। নানা ভাবে সরকার হাজার হাজার কোটি টাকার ভূর্তুকী দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। উন্নয়নের গতি সঞ্চার করেছে। কিন্তু বিদ্যুৎতের মূল্য সরকার পায় কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগ এর সচিব মন্ত্রী, উপদেষ্টা কর্মচারী সবই আছে কিন্তু‘ বিদ্যুৎতের মূল্য চুরি হচ্ছে। সকলে জানেন। প্রতিকার নেই একটি সত্য ঘটনা তুলে ধরছি। পরিচিত এক বন্ধু। মাঝারী ব্যবসায়ী ভাড়া বাসা, ভাড়া অফিস, নিয়ে ব্যবসা। তিনি প্রতি মাসে বাসা, অফিস মিলে ১০/১২ হাজার টাকা বিদ্যুৎ বিল দেন। কিন্তু এই বিলের কোন সরকারী রশিদ নেই। পুরো বিদ্যুৎ বিলটা বাড়ির মালিক ও অফিস মালিকের ঘরে চলে যায়। এ বিলের টাকা পরিশোধের তথ্য জানার কোন সুযোগ নেই। একটি ঘটনা মাত্র। এভাবে ঢাক সহ পুরোদেশে একই চিত্র্ ভাড়াটিয়া জানেন , মালিক জানেন, বিদ্যুৎ বিভাগ জানেন। কিন্তু ‘ প্রতিকার নেই। এ ভাবে প্রতিটি দিন , প্রতি মাস, প্রতি বছর হিসেব কষলে লাখ কোটি টকার বিদ্যুৎ বিল লোপাট হয় । এই টাকা সরকারের জনগনের।এই টাকা কেবলই বিদ্যুৎ বিভাগের ব্যক্তিদের পকেটে যাচ্ছে। তা কিন্তুু‘ নয়। বাড়ি ও অফিস মালিকদের ঘরেও থেকে যাচ্ছে এটা চলছে তো চলছেই থামাবার কোন খবর মিলছেনা। যদিও সরকার ডিজিটাল মিটার তথ্য অগ্রিম টাকা পরিশোধের পর বিদ্যুৎ ব্যবহারের পদ্ধতি চালু হয়েছে। কিন্তু‘ কল-কারখানা সহ সর্বস্থরে ইত্যাদি চালু করা হয়নি।