1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

বিমানবন্দরে হঠাৎ মেজাজ গরম সাইফের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ফটোশিকারিদের উপদ্রবে বিরক্ত বলিউড তারকারা। জিম, রেস্তোরাঁ কিংবা বিমানবন্দর সর্বত্রই ছবিশিকারি আনাগোনা।

অনেক সময় তারকাদের ব্যক্তিগত পরিসরেও কখনও কখনও ঢুকে পড়েন তারা। সব সময় যে তারকারা পোজ দেওয়ার মতো মুডে থাকেন তেমনও নয়। এ বার বিমানবন্দরে সাইফ আলি খানের এমন একটি মুহূর্ত ধরা পড়ল ছবিশিকারিদের ক্যামেরায়। যেখানেই নিজের বাড়ির পরিচারকের সঙ্গে বচসায় জড়িয়েছেন নায়ক। পরিস্থিতি সামাল দিতে এলেন কারিনা কাপুর খান।

বিমানবন্দরে ঢোকার সময় হাসিমুখেই ছবি তোলেন সাইফ। কিন্তু ভিতরে ঢোকামাত্রই মাথা গরম অভিনেতার। এমনিতেই বড় বড় তারকা যেখানেই যান না কেন, সঙ্গে যান তাদের সহকারীরা। এ বার বড়দিনের ছুটি কাটতে মুম্বাই ছেড়ে রাজস্থান গেছেন তিনি। কিন্তু ছুটির মেজাজে আচমকাই যেন তাল কাটল।

হঠাৎ সহকারীর সঙ্গে বচসায় জড়ান সাইফ। কিন্তু হঠাৎ কেন এতটা রেগে গেলেন নায়ক, তা স্পষ্ট নয়। ওই ব্যক্তির কাঁধে হাত রেখে বকাবকি শুরু করেন অভিনেতা। স্বামীর মেজাজ গরম দেখে মাঝখানে ঢুকে পরিস্থিতি সামাল দেন স্ত্রী কারিনা।

তবে এই প্রথম নয়, আগেও এক বার নিজের গাড়ি চালকের সঙ্গে রূঢ় ব্যবহার করেন সাইফ। শুধু রাগারাগি নন, তাকে থাপ্পড়ও মেরেছিলেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি