ঢাকা এয়ারপোর্ট বিমান বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়ার বিরুদ্ধে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলায় তার মামলা করেছে দুদক। ২০১০ সালে কাজের সন্ধানে ঢাকায় আসে শাহজাহান। কাজ শুরু কারে ৮০০০ টাকা বেতনে ঢাকা কাস্টম ট্রলিম্যান হিসাবে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে যায় কয়েক বছরের মধ্যেই। আওয়ামী লীগ ও যুগ্মসাধারণ সম্পাদক পদ পাওয়ার পর বিমানবন্দর এলাকায় পুকুর চুরির শুরু করে শাহজাহান মিয়া। তার নামে স্বর্ণ চোরা চালানের অভিযোগ উঠে। দক্ষিণখানের ২৬/১ ইসলাম বাগ, হলান রোডে গড়ে তোলেন সিনথিয়া এন্ড সিলাভিয়া কটেজ নামে দশ তলা বাড়ি। তাছাড়া রাজধানীর উত্তরা ১ নং সেক্টরে, আসিয়ান সিটিতে কয়েকটি ফ্লট রয়েছে। গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে ফুল সম্পদের পাহাড় গড়ে তোলে রাজকীয় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে। জামিয়া এলাকায় আছে এক বিঘা জমির উপর পুকুর এবং গ্রামের বাড়িতে সিনথিয়া কটেজ নামের ছয় তলা হয়েছে। শ্বশুরবাড়িতে ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হলে লোক ভাড়া করে মানববন্ধনের আয়োজন করে নিজেকে সাধু ব্যক্তি হিসাবে তুলে ধরতে নতুন নাটক মঞ্চস্থ করে এয়ারপোর্ট এলাকায়।
জানাগেছে মো: শাহজাহান দীর্ঘ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ এর ব্যবসা জড়িত থেকে অসৎ উপায়ে পদের পাহাড় গড়ে তুলেছেন। তাকে আইনের আওতায় এনে তদন্ত পূর্বক সুস্থ বিচারের দাবি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ ব্যবসায়ীদের।