এম এ রশীদ, সিলেট : সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ,ভিকটিম উদ্ধার,মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান,পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশনায়,পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই (নিঃ) ফয়সাল, এসআই(নিঃ) শিমুল,এসআই(নিঃ) শাহ মোঃ হিমেল,এএসআই(নিঃ) গোলাম মোস্তফা,এএসআই(নিঃ) পাভেল মাহমুদসহ অফিসার ফোর্সের সমন্বিত আভিযানিক দল ১৮/০৫/২০২৪ তারিখ দিবাগত রাত একাধিক অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা এলাকা হতে ০১ জন সাজাপরোয়ানা ভুক্ত আসামীসহ ০৬ জন ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন -১। মাহমুদ করিম @ বলাই, পিতা-মন্তাজ আলী, সাং-শ্রীধরা দক্ষিণ ২। আলিম উদ্দিন পিতা-রাজব আলী, সাং-গজুকাটা ৩। কামরান হোসেন, পিতা-আসাব উদ্দিন, সাং- লাসাইতলা ৪। আকমল হোসেন, পিতা-সাহাব উদ্দিন সাং-লাসাই তলা ৫। আনোয়ার হোসেন, পিতা- সাহাব উদ্দিন সাং- লাসাই তলা ৬।আমির হোসেন, পিতা সাহাব উদ্দিন সাং-লাসাইতলা, সর্বথানা-বিয়ানীবাজার জেলা-সিলেট। উক্ত আসামীদেরকে ১৯/০৫/২০২৪ খ্রি. তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।