জামিরুল ইসলাম: নাটোরের লালপুরে বিলমাড়িয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ২ জন পার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোঃ মাসুদ রানা সরদার (আনারস) প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফুল ইসলাম শরিফ (ছাতা) প্রতীক পেয়েছে ১২৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ মোমিনুল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুনতাজ আলী (ফুটবল) প্রতীক পেয়েছে ৯২ ভোট।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮৩ জন, মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২৭৯ টি, অনুপস্থিত ভোটার সংখ্যা ৪ জন। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।