হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের ডেমেশ্বর (মশাজান) গ্রামের মৃত স্বপন উল্লাহ’র পুত্র রাজু আহমেদ ফুল মিয়া গত ২০১৪ ইং সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে আগমন উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই চৌমুহনিতে তোরন ব্যানার ফেস্টুন টাঙানো নিয়ে কটূক্তি ও উস্কানিমূলক কথা বার্তা বলাসহ ৬টি ব্যানার দ্বারা আবৃত তোরন আগুনে পুড়িয়ে ভস্মীভূত করায় হবিগঞ্জ সদর মডেল থানায় গত ১৪/১২/২০১৪ ইং তারিখে ঐ সময় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।পরে মামলাটি হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনালে প্রেরণ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ ট্রাইব্যুনালের আসামিভূক্ত অন্যতম আসামি রাজু আহমেদ ফুল মিয়া মামলার রায়ের আগেই বিদেশে পালিয়ে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।গত ১০ নভেম্বর মোটা অংকের টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে পাসপোর্ট তৈরি করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। এলাকার স্হানীয়রা জানায়, রাজু আহমেদ ফুল মিয়া তার সংক্ষিপ্ত নাম রাজু আহমেদ দিয়ে একটি পাসপোর্ট তৈরি করে মামলার রায়ের আগেই বিদেশে পালিয়ে যাবার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে স্হানীয় প্রশাসন বিষয়টি নজর দেয়া প্রযোজন।