অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে থাকা স্প্যানিশ নারীরা খেলছে ফেভারিটের মতোই। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারানোর পর আজ বুধবার (২৬ জুলাই) জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় স্পেন। এ জয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত হয় লা রোজাদের।
নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির ইডেন পার্ক স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী ছিল স্পেনের নারীরা। ম্যাচের ৯ মিনিটেই তেরেসা আবেলেইরার গোলে এগিয়ে যায় স্পেন। ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেনিফার হারমোসো।
প্রধমার্ধের শুরুতেই দুই গোল পেয়ে গেলেও বাকি সময় গোল পায়নি লা রোজারা। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। ৬৯ মিনিটে আলবা রেদোন্ডার গোলে ব্যবধান ৩-০ করার পরের মিনিটেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হারমোসো।
দলের চতুর্থ ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি হারমোসোর জন্য মাইলফলকের। স্পেনের জার্সি গায়ে এটি তার ৫০তম আন্তর্জাতিক গোল।
৮৫ মিনিটে স্পেনের পক্ষে পঞ্চম ও হারমোসোর পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আলবা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে জাম্বিয়ার গোলমুখে ২১টি শট নেন লা রোজারা, যার ১২টি অন টার্গেট। অন্যদিকে জাম্বিয়া ১০টি শট নিলেও সরাসরি গোলমুখে রাখতে পেরেছে মোটে দুটি শট।
‘সি’ গ্রুপের অপর ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়েছে এশিয়ার দেশ জাপান। নিজেদের প্রথম ম্যাচে জাম্বিয়াকে জাপান হারিয়েছিল স্পেনের মতোই ৫-০ গোলে। এতে, এক ম্যাচ হাতে রেখেই সি গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করল স্পেন ও জাপান।