1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

বিশ্বে একদিনে করোনায় ১২৯১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৯১ জনের। আর নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ১৭২ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৭৭৮ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ লাখ ৬১ হাজার ৮৬৬ জনে। আর করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৯ জন। এছাড়া করোনায় মোট সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ১৪৬ জন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয় বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জন। একই সময়ে সেখানে মৃত্যু হয়েছে ২১৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৬৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি