1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৬ হাজার, শনাক্ত ১৭ লাখ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ মানুষের। আজ শুক্রবার করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তাদের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫০ হাজার ৪৯১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ২০৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৩১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১ হাজার ২০৭ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭০ জন এবং মারা গেছেন ১৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৮৬১ জন। ভারতে মারা গেছেন ২৫৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪২ জনের। এছাড়া মেক্সিকোতে ২৪৪ জন, তুরস্কে ১৪০ জন, ইতালিতে ১৩৬ জন, ইন্দোশিয়ায় ২৭৮ জন, ফ্রান্সে ১০৭ জন, পোল্যান্ডে ১৮৪ জন, আর্জেন্টিনায় ৫৪ জন, ইরানে ১৩৯ জন, জাপানে ২০৫ জন, মালয়েশিয়ায় ৭০ ও হাঙ্গেরিতে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি