1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

বিশ্ব নদী দিবসে ভারতের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি পাকমন পিপলস পার্টির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ওমর ফারুক রবিনঃ বিশ্ব নদী দিবস উপলক্ষে পাকমন পিপলস পার্টির সভাপতি দার্শনিক মোঃ জাহিদুল হক (জাহেদ) ভারতের কাছে ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

৪ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ভারতের উজানে ৫৪টি নদীতে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের পদ্মা, কর্ণফুলী, মেঘনা এবং যমুনা অববাহিকায় প্রতিবছর ভয়াবহ বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, ফারাক্কা সহ অন্যান্য বাঁধ নির্মাণের কারণে ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ৩ লক্ষ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ১৯৭৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালে বাংলাদেশে এই কারণে প্রাকৃতিক দুর্যোগের ফলে মোট ১০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের উপর চাপ প্রয়োগ করে এই বাঁধগুলো ভেঙ্গে ফেলার আহ্বান জানান।

সভায় পাকমন পিপলস পার্টির মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকি, সহ সভানেত্রী ড. ফাহিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর মোঃ আনোয়ারুল ইসলাম, দলের ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ রানা ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. জাকির হোসেন, পাকমন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নূরুল আমীন, পাকমন শ্রমিক দলের সভাপতি মোঃ ফেরদৌস খান ও সহ-সভাপতি সাকিব খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি