1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে বললো পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীরা যাতে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

ডিএমপি জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কিছু কিছু সময়ের জন্য অতিথিদের চলাচলে ব্যবহৃত সড়কে যান চলাচল বন্ধও থাকবে।

এ অবস্থার মধ্যেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি