1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

বুকার প্রাইজ পেলেন বুলগেরিয়ান লেখক গোস্পোদিনভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য এবছর দি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোস্পোদিনভ। বইটি অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোডেল। অর্থমূল্য হিসেবে তারা উভয়েই পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড। লন্ডনের স্কাই গার্ডেনে গতকাল রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়।
‘টাইম শেল্টার’ উপন্যাসে একটি ‘অতীতের জন্য ক্লিনিক’ আলঝাইমার রোগিদের চিকিৎসা করে। কিন্তু অচিরেই অতীত বর্তমানকে আক্রমণ করতে শুরু করে।
জর্জি গোস্পোদিনভ ১৯৬৮ সালের ৭ জানুয়ারি বুলগেরিয়ার ইয়াম্বোলে জন্মগ্রহণ করেন। তার লেখা বিশ্বের ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। তিনি সোফিয়া বিশ্ববিদ্যালয়ে বুলগেরিয়ান ভাষাতত্ত্বে পড়াশোনা করেছেন।
কমিউনিজমের পতনের পরে তিনিই আন্তর্জাতিকভাবে পুরস্কৃত একজন বুলগেরিয়ান লেখক। তার উপন্যাস, কবিতা, প্রবন্ধ, চিত্রনাট্য এবং গ্রাফিক নভেল তাকে ইউরোপীয় সাহিত্যের অন্যতম কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জর্জি গোস্পোদিনভের উপন্যাসগুলি এক ডজনেরও বেশি আন্তর্জাতিক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। পেয়েছেন বেশকিছু নামিদামী পুরস্কার। লা রিপাবলিকা তাকে ‘প্রাচ্যের প্রুস্ত’ হিসাবে উল্লেখ করেছে।
‘টাইম শেল্টার’ তার তৃতীয় উপন্যাস। বইটির ইতালীয় সংস্করণ গত বছর Premio Strega Europeo পুরস্কার পেয়েছে। তার ‘দি ইটারনাল ফ্লাই’ প্রথম বুলগেরিয়ান গ্রাফিক নভেল এবং তার ছোটগল্প ‘ব্লাইন্ড ভায়শা’ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রে রূপায়িত হয়েছিল যা ২০১৭ সালে অস্কারের জন্য মনোনীত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি