ভারতের উপহার হিসেবে দেয়া করোনার টিকার ডোজ আগামীকাল আসছে না, পরশু আসবে। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।অনদিকে, আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের কোন গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেয়ার মাধ্যমে টিকা দেয়া শুরু হবে না। ফ্রন্টলাইনার্সদের আগে দেয়া হবে। টিকা বাংলাদেশে আসবে ফ্লাইট সিডিউল অনুসারে। সেটা আগামীকাল বা পরশু হতে পারে। ফ্লাইট সিডিউল এখনও জানা যায়নি।
জানা গেছে, উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে ভারত। অক্সফোর্ড দুই দেশের গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য বিনামূল্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড টিকা পাঠাচ্ছে ভারত।
আগামী দুই সপ্তাহের মধ্যেই ভারত সরকার বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোয় কোভিড ভ্যাকসিন রপ্তানির অনুমতি দিতে চলেছে। ভারত সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।