আগামীকাল বুধবার (২২ নভেম্বর) দিনের শুরুতেই মহাকাশের উদ্দেশে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। বিষয়টি প্রতিবেশি জাপানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। এ নিয়ে মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠানোর তৃতীয় প্রচেষ্টা চালাবে পিয়ংইয়ং। আর এবারের প্রচেষ্টাটি তারা চালাবে রাশিয়ার প্রযুক্তিগত সাহায্য নিয়ে।
এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, তিনি উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং দেশের জনগণকে তা জানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে সরকারি মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় এ উৎক্ষেপণ বাতিলের দাবি জানাবেন।
তিনি আরও বলেন, ব্যালাস্টি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে ধরনের ব্যবহার জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘনের সামিল। এক্ষেত্রে জাপান তাদের ত্রিপক্ষীয় অংশীদার দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এ মাসের শুরুর দিকে সিউলের গোয়েন্দা সংস্থা জানায়, গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের তৃতীয় প্রচেষ্টার প্রস্তুতি চূড়ান্ত ধাপে রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রোববার বলেন, এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।
জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর কাং হো-পিল সোমবার বলেন, ‘সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বর্তমান প্রস্তুতি অবিলম্বে বন্ধ করতে আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সতর্কতা সত্ত্বেও যদি উত্তর কোরিয়া সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেয় তাহলে আমাদের সামরিক বাহিনী দেশের জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
খবর এএফপি