1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

বেগমগঞ্জ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান’র শপথ গ্রহন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মোঃ মহসিন উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ, নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ জুন) বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী শপথ নেন। শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
শপথ শেষে উপজেলার নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, বিগত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের মো: শাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে টিয়া পাখি প্রতীকের নূর হোসেন মাসুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীকের সাজেদা আক্তার লাভলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি