1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লির একাদশে মোস্তাফিজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

টানা চার ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম জয়ের খোঁজে তারা আজ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে নামছে। এই ম্যাচেও একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজুর রহমানের। দলে পরিবর্তন হিসেবে মিচেল মার্শ ঢুকেছেন রভম্যান পাওয়লের জায়গায়। এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে দিল্লি।
প্রথম তিন ওভারে মাত্র ২৩ রান দেন মোস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারে ১৫ রান দেন। ১৯তম ওভারের খরুচে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দিল্লি। চার ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন বাঁহাতি পেসার।
মোস্তাফিজের শেষ ওভারে দুটি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মতে, ওই দুটি ডেলিভারিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নেয় ৬ উইকেটে।
মোস্তাফিজ নায়ক হতে পারেননি ওই ম্যাচে। এবার বেঙ্গালুরুর বিপক্ষে সুযোগের অপেক্ষায় বাংলাদেশের কাটার মাস্টার।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, ইয়াশ ধুল, মানিশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া ও মোস্তাফিজুর রহমান।
বেঙ্গালুরু
বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ভানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ ও বিজয় কুমার ভিশাক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি