বেধে দেওয়া তিন পণ্যের (ডিম, আলু, পেঁয়াজ) দামে লক্ষ্য পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চেষ্টা করা হচ্ছে। দাম আর বাড়েনি। তবে যে লক্ষ্য ছিল সেটা এখনো পূরণ হয়নি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চেষ্টা করছে।’
দেশে পণ্য আমদানির ব্যয় নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমদানি করলে তো ব্যয় বাড়বে। এতে সমস্যা তো কিছু নেই। এর বিপরীতে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা গতমাসে রেমিট্যান্স কম এসেছে। এখানে একটু সমস্যা হয়েছে।’
বাংলাদেশি পাটজাত পণ্য রপ্তানিতে ভারতের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে তার পেছনে যে যুক্তি দেখিয়েছে তা হলো, আমরা ভর্তুকি দিয়ে পাটপণ্য রপ্তানি করে তাদের বাজার নষ্ট করছি। ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহারে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি। চেষ্টা অব্যাহত রয়েছে।’
পেঁয়াজ, আলু ও ডিম—এ তিন পণ্যের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৪ সেপ্টেম্বর সরকারের পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়টি বাণিজ্যমন্ত্রী।