মোহাম্মাদ দেলোয়ার হোসেন: আজ শনিবার সকাল থেকে থমথমে ঢাকার বিভিন্ন রাস্তা ঘাট, বিশেষ করে ঢাকার প্রগতি সরণী, বাড্ডা, রামপুরা, পল্টন, শহীদ মীনরাসহ পুরো ঢাকা, দুপরের পর থেকে বাড়তে থাকে ছাত্রদের সমাগম বিশেষ করে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররা একত্রে জড়ো হোন তারপর বসুন্ধরা থেকে আরও কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা পদযাত্রা নিয়ে রামপুরা অভিমুখে যাত্রা করেন, পথে কোথাও কোথাও পুলিশ থাকলে ও কোনো রকম অপ্রীতিকর দৃশ্য ও বাধার সমুক্ষিন দেখা যায়নি, পল্টন এ বিকেলবেলা চরমোনাই এর নের্তৃত্বে আর একটি পদযাত্রা মতিঝিলসহ আসে পাসের এলাকা প্রদক্ষিণ করেন, এছাড়া ধানমন্ডির রবীন্দ্র সরবর এ বিভিন্ন সংশ্রীতির অংগ সংঘটন জড়ো হলে তারা ও জাতিও শাহিদ মীনরা অভমুখে রওনা হোন, সকলের একটাই চাওয়া নিরীহ নিরস্র মানুষের উপর অকাতরে নির্বিচারে গুলি করে হত্যার বিচার সহ ছাত্রদের ৯ দফার প্রতি প্রতিটি মানুষের সংহতি দেখা যায়, এই গণ আন্দোলনে সাধারণ মানুষ,রিকশা চালক,গানের মানুষ, কবি, এবং বিভিন্ন শ্রেণী পেশার একাত্মতা লক্ষ্য করা যায়।