1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নে আ’লীগ নেতার দাপটে কয়েকটি আলেম পরিবার জিম্মি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধনগাজি বাড়িতে স্থানীয় আওয়ামী লীগের নেতা নিরব সহ তারা ৮ ভাই ও বাবা মিলে এক‌ই বাড়ির বাসিন্দা মাওঃ আব্দুর রহিম (৬৫), মাওঃ আব্দুল মতিন (৫৫) সহ বাড়ির কয়েকটি আলেম পরিবারকে ক্ষমতা ও টাকার দাপট দেখিয়ে জিম্মি করে রেখেছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলেই নিরব তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়।‌

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় মাওঃ আব্দুল মতিন এর ঘরের কাজের প্রয়োজনীয় মালামাল নিয়ে গাড়ি আসলে, বাড়ির ভিতরে হাবিব গাড়ি আটকিয়ে গাড়ির ড্রাইভার ও কাজের লেবার কে মারধর করে। খবর পেয়ে লেবার সর্দার ঘটনা স্থলে আসলে হাবিব ও তার ভাই শামীম আবার ও লেবারদের কে মারধর করেন। একপর্যায়ে খবর পেয়ে বাড়ির অন্য লোকজন এসে তাদের কে ছাড়িয়ে দেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন যাবত নিরব গংরা মাওঃ আব্দুর রহিম গংদের উপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। নিরব গংরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানা পুলিশ ও আইন আদালত কিছুই মানে না। এ নিয়ে একাধিকবার থানায় ও স্থানীয় পর্যায়ে ফয়সালার জন্য বসাবসি হলেও নিরব গংদের খামখেয়ালিতে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী আমান‌ উল্লাহ বলেন, নিরব ও তার ভাইরা মিলে আমাদের কাছ থেকে ঘর করা বাবদ চাঁদা দাবি করেন। নিরবের চাহিদা মত চাঁদা দিতে না পারায় তারা বারবার আমাদের ঘরের কাজে বাঁধা দিয়ে আসছে। ঘরের কাজের প্রয়োজনীয় মালামাল নিয়ে গাড়ি আসলে চাদার জন্য সেই গাড়িও আটকে দেয়। আমরা এর থেকে পরিত্রাণ চাচ্ছি।

অভিযুক্ত নিরব গংদের কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে নিরব বলেন, আমি বালি ও খোয়া পেলে রাস্তা ঠিক করেছি। তারা আমাকে এখন পর্যন্ত কোন টাকা দেয়নি। আমার টাকা না দিয়ে এই রাস্তা দিয়ে তারা কোনভাবে চলাচল করতে পারিবে না এবং কোন গাড়িও আনতে পারবে না। টাকা না দিয়ে গাড়ি আনায় গাড়ি আটকে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি