রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে শাহিনুদ্দিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় নারাজি গ্রহণ করে মামলাটি সিআইডি পুলিশকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী আকলিমা বেগম। শুনানি শেষে আদালত নারাজির আবেদন গ্রহণ করে সিআইডিকে মামলাটি তদন্তের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত।
গত ১৭ সেপ্টেম্বর এ মামলায় এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক মনির হোসেন। মামলার অপর আসামিরা হলেন- মোহাম্মদ তাহের, সুমন বেপারী, টিটু শেখ, মুরাদ, গোলাম কিবরিয়া, ইব্রাহিম সুমন, শফিকুল ইসলাম, রকি তালুকদার, নূর মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন, শরীফ, তৌরিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুনুর রশীদ ও প্রতীক আহম্মেদ সজীব।
জানা যয়, ২০২১ সালের ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সাহিনুদ্দিন পল্লবীর ১২ নম্বর সেকশনে সিরামিক রোডের বাসিন্দা।এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।