চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরও একটি দারুণ জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আক্রমণভাগের সবার দলগত পারফরম্যান্সে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে গুঁড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। বুধবার (৮ নভেম্বর) গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে মাদ্রিদ। ক্লাবটির হয়ে গোল করেন ব্রাহিম দিয়াস, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।
ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাদ্রিদ। ফেরলঁদ মঁদির থ্রু পাসে কাটব্যাক করেন রদ্রিগো, আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াস। পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। মাদ্রিদের পক্ষে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।
দিনের অন্য ম্যাচে, ৭ গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ম্যান ইউকে হারিয়েছে কোপেনহেগেন। ক্লাবটির ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ম্যানইউ-কোপেনহেগেন। ৭ গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে কোপেনহেগেন। এই হারে নকআউট পর্বে ওঠার পথটা আরও কঠিন হয়ে গেল ম্যান ইউর।