লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে বিমনাটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যে শনিবার বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর। অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে।
বিমান দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত প্রকাশ করেছেন অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কাজ করছে। নিহতদের পরিবারের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।
এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন মানাউস অ্যারোট্যোক্সি এয়ারলাইন। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।