ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর জায়গায় অবৈধভাবে ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের সৌদী প্রবাসী মোঃ আল আমিন ২০০৬ সালে তার অপর ভাই আলঙ্গীর ও রমজানকে সাথে নিয়ে উক্ত গ্রামে সাড়ে ৭ শতাংশ ভুমি এজমালিতে কিনেন। খরিদকৃত জায়গা ভাগ বন্টন হবার আগেই অন্যান্য অংশীদারকে বঞ্চিত করে তার বড় ভাই আলঙ্গীর জোরপূর্বক উক্ত জায়গা দখল করে নিজের খেয়াল খুশিমত পাঁকা বাড়ি- ঘরের নির্মাণ কাজ শুরু করে। আল আামিনের স্ত্রী লাকী আক্তার এতে বাধা প্রদান করলে আলঙ্গীর ও তার লোকজন তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং হত্যার হুমকি দেয়। এমতাবস্থায় উক্ত জায়গা নিজের মধ্যে ভাগবন্টন না হওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তিনি বিজ্ঞ আদালতে পিটিশন মোকাদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকেই বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্কীকরণ নোটিশ জারি করে। প্রবাসী আল আামিনের স্ত্রী লাকী আক্তার জানান তা সত্বেও আলঙ্গীর ও তার লোকজন রাতের আধারে নির্মাণকাজ চালিয়ে যাওয়া সহ তাকে গালিগালাজ ও হত্যা সহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ব্যাপারে মুঠোফোনে আলঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে নতুন করে নির্মাণ কাজ চালু রাখার কথা অস্বীকার করেন। এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত রাজু আহমেদ জানান বিষয়টি সম্পর্কে সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে খোঁজ -খবর নেয়া হচ্ছে।