নিপীড়নের অভিযোগ ওঠায় ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডমিনিক রাব। তার জায়গায় নতুন উপপ্রধানমন্ত্রী করা হয়েছে অলিভার ডাইডেনকে। ডেপুটি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পাওয়ার আগে ঋষি সুনাকের সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। মন্ত্রীত্বের দায়িত্ব পালনের আগে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন তিনি।
গত জুন মাসে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন ডাইডেন।
এর আগে প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার ডমিনিক রাবের বিরুদ্ধে সহকর্মীদের নিপীড়নের অভিযোগ ওঠে। এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিপীড়নের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ফলে ঋষি সুনক সরকারের ওপর চাপ বৃদ্ধি হয়। এরপরেই ডেপুটি প্রাইম মিনিস্টার পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডমিনিক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে পাঠানো ডমিনিকের পদত্যাগের চিঠি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের যে তদন্ত চলছে, তা যাতে প্রভাবিত না হয় তাই ডেপুটি প্রাইম মিনিস্টার পদ থেকে সরে দাঁড়ালেন বলে জানিয়েছেন তিনি।
পদত্যাগ করলেও, সরকারের প্রতি তার সমর্থন বজায় থাকবে থাকবে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন ডমিনিক। সহকর্মীরা তার আচরণের বিষয়টি যেভাবে সংবাদমাধ্যমে ফাঁস করেছেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। গত বছর অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ঋষি সুনক। দায়িত্ব গ্রহণ করার পর তৃতীয় কোনো মন্ত্রী সুনক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।
এদিকে ডেপুটি প্রাইম মিনিস্টার দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইন মন্ত্রনালয়ের দায়িত্বেও ছিলেন ডমিনিক রাব। তিনি পদত্যাগ করায় আইনমন্ত্রীর পদটিও ফাঁকা। তাই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য অ্যালেক্স চাকের হাতে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া পরেই দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন মন্ত্রী নিয়োগ করেছিলেন সুনক। সেই সময় ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল ডমিনিক রাবকে।