ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম বদলানোর প্রস্তাব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। প্রস্তাবিত নাম স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি। যা সংক্ষেপে করা হয়েছে আবেদ ইউনিভার্সিটি। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন নাম প্রস্তাব করা হয়েছে। গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে এই নাম পরিবর্তনের আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর এ বিষয়ে মতামত দিতে আবেদনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ইউজিসি এখনও এ বিষয়ে মতামত জানায়নি।
এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশের উদ্বেগ রয়েছে। তাদের শঙ্কা, নাম পরিবর্তন হলে সনদ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন, নাম পরিবর্তনের ফলে কারও একাডেমিক সার্টিফিকেট হালনাগাদ করার প্রয়োজন হলে, সেটি তারা করবেন।
এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ এম আর চৌধুরী বলেন, স্যার ফজলে হাসান আবেদের অনন্য অবদানের প্রতি সম্মান জানাতে এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ জানান, নাম পরিবর্তনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবেদনের কথা তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত কোনো নথি এখনও তার কাছে পৌঁছায়নি।
উল্লেখ্য, ২০০১ সালে রাজধানীর বনানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।