শাহজালাল ভুঁইয়া সজীব: ফরিদপুরের ভাঙ্গায় চোখে মরিচের গুড়ো ছিটিয়ে একটি পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এতে ২ অন্তঃসত্তা মহিলা সহ ৬জন গুরুতর আহত হয়েছে । আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার সময় উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল ঈশ্বরদী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার (২৬ আগষ্ট) সকালে ভুক্তভোগী হবি শেখ ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী গ্রামের হবি শেখের সাথে একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ ও শক্রতা চলে আসছিল। গত শুক্রবার বিকেলে দেলোয়ার ও তার সহযোগী রাকিব মোড়ল হবি শেখের উপর অর্তকিত হামলা চালায়। ঐদিন রাতেই হবি শেখ বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রবিবার(২৫ আগষ্ট) রাতে আবারো প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরী, রাকিব মোড়ল সহ তার লোকজন হবি শেখের পরিবারের উপর মরিচের গুড়ো ছিটিয়ে হামলা ও ভাংচুর করে ।
হামলায় আহতরা হলো, হবি শেখ(৬০) তার স্ত্রী হাফিজা বেগম(৫০), অন্তঃসত্তা দুই মেয়ে সুইটি আক্তার(২৪) ও সাথী আক্তার (২৬), সদ্য সন্তান প্রসব করা আরেক মেয়ে ময়না বেগম(২২) ও নাতিন ছামিরা আক্তার(৬) । আহতরা ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই রাকিব জানান, হামলার ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।