চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ম্যাচটিতে বৃষ্টি আইনে ৫ রানে হারে টাইগাররা। রোহিত-কোহলিদের কাছে হারের কষ্ট ছাপিয়ে, টাইগার সমর্থকদের আলোচনায় এ ম্যাচের নানান বিতর্কিত সিদ্ধান্ত।
চলতি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষেও আম্পায়ারদের সিদ্ধান্তে পরিবর্তন আনার নজির দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের অনুরোধে। কেবল তাই নয়, নিয়ম ভেঙ্গেও জরিমানা হয়নি টিম ইন্ডিয়ার। প্রশ্নের জন্ম দিয়েছে ভেজা মাঠে খেলা গড়ানো নিয়েও।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থের ঝনঝনানি পৌঁছায় আইসিসির সদরদপ্তর পর্যন্ত। নানান সময়ে নানানভাবে, বৈশ্বিক আসরগুলোতে তাদের প্রভাব স্পষ্ট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতীয় ক্রিকেটার আর আম্পায়ারদের এমন আচরণ দেখে দেশটির ভারতীয় ক্রীড়া সাংবাদিক আভিনাশ আরিয়ান বিসিসিআইকে বিশ্বকাপ ট্রফি কিনে নিতে বলেছেন।
২ নভেম্বর বাংলাদেশ-ভারতের ম্যাচের দিন এক টুইট বার্তায় আরিয়ান ম্যাচ জেতার সস্তা কৌশল ব্যবহার না করে বিসিসিআইকে উদ্দেশ্যে লেখেন, ‘হ্যালো বিসিসিআই, ওয়াল্ড কাপ হি খরিদ লো।’