1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

ভারতীয় দুটি দূতাবাসে তালেবানের হামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

আফগানিস্তানে ভারতীয় দুইটি কনস্যুলেটে হামলা চালিয়েছে তালেবানরা। হেরাত ও কান্দাহরের দুটি ভবনে হামলা চালানো হয়েছে। ভারতীয় দূতাবাসের কর্মীরা যদিও এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

খবরে জানা গিয়েছে, কান্দাহার এবং হেরাতে ভারতীয় দূতাবাসে লন্ডভন্ড করেছে তালেবান। কান্দাহারে তালা ভেঙে সব গুরুত্বপূর্ণ নথি লুটপাট করা হয়েছে। দুইটি কনস্যুলেট থেকে গাড়ি লুট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘এমনটা যে হবে, তা আগেই টের পেয়েছিলাম আমরা।’

এদিকে কাবুল দূতাবাসের কর্মীরা জানিয়েছেন, এ রকম কিছু ঘটেইনি। আফগানিস্তানে মোট চারটি দূতাবাস রয়েছে ভারতের। কাবুল, হেরাত, কান্দাহার এবং মাজার-ই-শরিফে। কিন্তু চারটির কোনটিতেই তালেবানদের প্রবেশের কোনও খবর নেই বলে দাবি করেছেন কাবুল দূতাবাসের ওই কর্মীরা।

এদিকে একদিন আগেই কাতার থেকে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান আব্বাস স্তানিকজাই বার্তা দিয়েছিলেন যে, ভারত দূতাবাস খালি করে দিক, তা চান না তারা। যদিও চলতি সপ্তাহের শুরুতেই দু’-দু’টি বিমান পাঠিয়ে কাবুল থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে আনে দিল্লি। তবে দিল্লি বলছে, খবর এখনও এক হাজারের বেশি ভারতীয় আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি