1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আসছেন না পুতিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

ভারতের দিল্লিতে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০ এর শীর্ষ সম্মেলন। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর বসবে এই সম্মেলনের আসর।

ভারতের দিল্লিতে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০ এর শীর্ষ সম্মেলন। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর বসবে এই সম্মেলনের আসর।

গত বছর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে যোগ না দিলেও, দিল্লির বৈঠকে পুতিন যোগ দিতে পারেন বলে গত কয়েকমাস ধরে শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনার জল ঢাললেন পুতিনের মুখপাত্র পেসকভ। রুশ প্রেসিডেন্ট যোগদান করছেন না বলে জানিয়ে দিলেন। পুতিনের পরিবর্তে শীর্ষ সম্মলনে কে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্রেমলিন।

সংবাদ সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওই সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।

কূটনৈতিক মহলের একাংশের মতে, সশরীরে হাজির না হলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে আগের সোভিয়েত ইউনিয়নের সীমান্তের কোথাও যাননি পুতিন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি